প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা বিয়ানীবাজারের সুপ্রভা পাল

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৫:০২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের সুপ্রভা পাল। তিনি কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

সোমবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত তালিকায় বিয়ানীবাজার উপজেলার মধ্যে একমাত্র প্রতেযোগী হিসাবে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সুপ্রভাব পাল। এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারি আরো অনেকে অংশ নিলেও জেলার শ্রেষ্ঠত্ব অর্জনে তারা ব্যর্থ হয়েছেন।

সুপ্রভা পাল বলেন, চেষ্টা করছি বিয়ানীবাজারবাসীর মূল উজ্জ্বল করতে। সবার দোয়া ও সহযোগিতায় আগামীতে বিভাগ সেরার হওয়ায় প্রতিযোগিতায় অংশ নেব। এভাবে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে শেস পর্যন্ত লড়ে যাবো। এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.