সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের সুপ্রভা পাল। তিনি কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
সোমবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত তালিকায় বিয়ানীবাজার উপজেলার মধ্যে একমাত্র প্রতেযোগী হিসাবে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সুপ্রভাব পাল। এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারি আরো অনেকে অংশ নিলেও জেলার শ্রেষ্ঠত্ব অর্জনে তারা ব্যর্থ হয়েছেন।
সুপ্রভা পাল বলেন, চেষ্টা করছি বিয়ানীবাজারবাসীর মূল উজ্জ্বল করতে। সবার দোয়া ও সহযোগিতায় আগামীতে বিভাগ সেরার হওয়ায় প্রতিযোগিতায় অংশ নেব। এভাবে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে শেস পর্যন্ত লড়ে যাবো। এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
<p style="text-align: center;">সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক</p> <p style="text-align: center;">সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম</p> <p style="text-align: center;">প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।</p> <p><hr></p> <p style="text-align: center;"><span class="x193iq5w xeuugli x13faqbe x1vvkbs x1xmvt09 x1lliihq x1s928wv xhkezso x1gmr53x x1cpjm7i x1fgarty x1943h6x xtoi2st xw06pyt x1603h9y x1u7k74 x1xlr1w8 xzsf02u x1yc453h" dir="auto"><span class="x1lliihq x6ikm8r x10wlt62 x1n2onr6 x1120s5i">বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ</span></span> উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । <br>মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com</p>
Copyright © 2025 Agami Projonmo. All rights reserved.