প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কমিউনিটি পুলিশের পদক পেলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯, ১২:৫০ অপরাহ্ণ
কমিউনিটি পুলিশের পদক পেলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান

কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুকরণে অগ্রণী ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ প্রদত্ত ‘শ্রেষ্ঠ সদস্য’ পুরস্কার অর্জন করেছেন জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

শনিবার (২৬ অক্টোবর) ১১টায় সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাকে বাংলাদেশ পুলিশের আইজিপি প্রদত্ত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. তাহমিদুল ইসলাম, ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম (বার), জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, কমিউনিটি পুলিশিং সিলেট জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.