
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও অপরিপক্ব এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বঙ্গবন্ধু স্কুলের পাশের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশটি মেয়ে শিশুর বলে জানিয়েছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে অপরিপক্ব শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেও ফেঞ্চুগঞ্জ মাইজগাও রেলস্টেশন এলাকায় একটি অপরিপক্ব মেয়ে শিশুর লাশ উদ্ধার করে সিলেট জিআরপি থানা পুলিশ।
সংবাদটি শেয়ার করুন।