প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এক দফা দাবিতে বিয়ানীবাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

editor
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪, ০৫:২১ অপরাহ্ণ

 

সামিয়ান হাসান, বিশেষ প্রতিনিধি:

শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ নিশ্চিত করতে বিয়ানীবাজারে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ এর উদ্যোগে বুধবার বিকালে পৌরশহরের উত্তর বাজারে প্রধান সড়কের উপর মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।

 

এ সময় তারা বলেন, ১০ম গ্রেড সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবী। চাকরির শুরু থেকে শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে পদমর্যাদা দেওয়া হয়েছে। যা মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জন্য লজ্জাজনক এবং বৈষম্যমূলক।

 

মানববন্ধন শেষে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর কাছে শিক্ষকদের দাবী তুলে ধরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল পাল, সুলেমান আহমদ খান, হাফছা বেগম, ছফর উদ্দিন, আব্দুল ওয়াদুদ, আলী হোসেন মুন্নান, রুহুল আমীন, দেবাংশু তালুকদার, দিপা বেগম, পূরবী রাণী কর, জাহেদা বেগম, আরমিন হোসেন, নিজাম উদ্দিন, আপ্তাব উদ্দিন, সালেহ আহমদ, নাজিম উদ্দিন আশিক প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.