প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১৬ বছর পর বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯, ০৫:১৩ পূর্বাহ্ণ
১৬ বছর পর বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: দীর্ঘ ১৬বছর পর বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে মো. আনোয়ার উদ্দিন আহমদ সভাপতি ও আব্দুল হাফিজ রেনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলা সদরস্থ এমএ খান অডিটুরিয়ামে বিকালে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার উদ্দিন আহমদ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক ও  বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া।

সম্মেলনে স্বাগত বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রেনু। সম্মেলনে দলীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এ দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে উল্লেখ করে বলেন, শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছেন, তাই দেশে কোন দুর্নীতিবাজ, সন্ত্রাসী আশ্রয় পাবে না। আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নতুন কমিটিতে বিএনপি, জামায়াতের কাউকে আশ্রয় দেয়া চলবে না।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.