হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (১৮ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, বুধবার বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে তাদের একটি টিম। আটকরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চরনূর আহমদ গ্রামের মো. মোকসুদ আলীর ছেলে মো. আইয়ুব আলী (৩২) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার গ্রামের দেওশ্রী গ্রামের মৃত. মোকসুদ আলীর ছেলে মো. আব্দুল করিম (৪৫)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
অপরদিকে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুনমাগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার একটি এলাকায় থেকে ২২৫ বোতল বিদেশি মদসহ আব্দুর রউফ (৪৫) নামে একজনকে আটক করে র্যাব-৯ এর একটি টিম। তিনি উপজেলার চালবন হাবুর পয়েন্ট এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
<p style="text-align: center;">সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক</p> <p style="text-align: center;">সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম</p> <p style="text-align: center;">প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।</p> <p><hr></p> <p style="text-align: center;"><span class="x193iq5w xeuugli x13faqbe x1vvkbs x1xmvt09 x1lliihq x1s928wv xhkezso x1gmr53x x1cpjm7i x1fgarty x1943h6x xtoi2st xw06pyt x1603h9y x1u7k74 x1xlr1w8 xzsf02u x1yc453h" dir="auto"><span class="x1lliihq x6ikm8r x10wlt62 x1n2onr6 x1120s5i">বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ</span></span> উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । <br>মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com</p>
Copyright © 2025 Agami Projonmo. All rights reserved.