প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে যৌবনে আসামী, বৃদ্ধকালে গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯, ০৭:১৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জে যৌবনে আসামী, বৃদ্ধকালে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে ১৭ বছর আত্মগোপনে থাকার পর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফুরুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বলতে গেলে তিনি যৌবনকালে আসামী হলেও গ্রেফতার হয়েছেন প্রায় বৃদ্ধকালে।

রোববার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুরক উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির জাঙ্গালিয়া মহিমাউড়া গ্রামের মশ্বব উল্লাহর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ফুরুক মিয়ার বিরুদ্ধে ছয় মাসের সাজাসহ অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। সে দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.