প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে মাদক কারবারিকে আটক করে কারাদন্ড

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৪, ০২:০৫ অপরাহ্ণ

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আব্দুস সালাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে।

বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রবি উল্লাহসহ একটি চৌকস টিমের সহযোগিতায় উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের উজিরপুর গ্রামের আব্দুস সালাম (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ পিস ইয়াবা ট্যাবলেট। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.