প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্ত্রীকে ‘আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ণ
স্ত্রীকে ‘আপু’ ও স্বামীকে ‘ভাইয়া’ বললে কি তালাক হয়ে যাবে?

ইসলাম ও জীবন ডেস্ক:
উত্তর : স্ত্রীকে আপু ও স্বামীকে ভাইয়া বলা ইসলামি শরিয়তে মাকরুহ। রাসুল (সা.) এসব অপছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে— ‘এক ব্যক্তি নিজ স্ত্রীকে বলল, হে আমার বোন। রাসুল (সা.) তা শুনে জিজ্ঞেস করলেন, ‘সে কি তোমার বোন?’ তিনি তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২২০৪)

বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আপু আর স্বামীকে ভাইয়া বলে সম্বোধন করা মুমিনের জন্য মোটেও সমীচীন নয়। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)

উত্তর দিয়েছেন : মুফতি তোফায়েল গাজালি।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.