প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুস্মিতা সেনের যে ভিডিও ভাইরাল

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ণ
সুস্মিতা সেনের যে ভিডিও ভাইরাল

হেয়ারস্টাইল বদলেছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। তার নতুন হেয়ারস্টাইলের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন হেয়ারস্টাইলে ঘুরিয়ে-ফিরিয়ে স্লো মোশনে ধরেছেন ভিডিও। নিজের ইনস্টাগ্রামে তা পোস্ট করেছেন। ব্যস, দ্যাখ দ্যাখ করে নেটবিশ্ব মাতাল সেনের সৌন্দর্যে। শুধু কি চুল! চশমা-পোশাক সবই যেন সেনসুন্দরীর নতুনত্বের ছোঁয়া এনেছেন।

সেই ভিডিওতে নিজেই ক্যাপশন লিখেছেন- প্লিজ দেখুন, আমি কেমন বদলেছি! এর পরেও সেই ভিডিও নেটপাড়ায় সাড়া ফেলবে না!

সাবেক এ বিশ্বসুন্দরী ভিডিওতে যেমন দেখার মতো তার চুলের স্টাইল, তেমনি তার কালো আউটফিট। এই পোশাকে সুস্মিতা যেন অনন্যা।

তিনি এখন দুই মেয়ে আর বয়ফ্রেন্ডকে নিয়ে ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। সেই ছবিও রমরমিয়ে চলছে সোশ্যালে!

সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.