প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সীমান্ত হয়ে মাদক সিলেটে, বেচাকেনাকালে আটক ৩

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৪, ০৭:২৪ অপরাহ্ণ
সীমান্ত হয়ে মাদক সিলেটে, বেচাকেনাকালে আটক ৩

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১শ ১৬ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারা জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটে বিক্রি করেন বলে জানায় পুলিশ।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত জুই রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেলের ৪র্থ তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের শাহপরান থানাধীন শাহজালাল উপশহরের বাসিন্দা মৃত আকদ্দছ আলীর ছেলে মো. সানু মিয়া ওরফে জানু মিয়া (৫৬), সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দরগা বাজার এলাকার বাসিন্দা মৃত লোকমান মিয়ার ছেলে জুনেদ আহমদ (২০), সিলেটের শাহপরান থানাধীন মিরাপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল গণির ছেলে আনোয়ার হোসেন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা সিলেট জেলার জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিলেট মহানগরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরর মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.