প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা, গোপালগঞ্জের দুজন কারাগারে

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আটক গোপালগঞ্জের দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের এই মামলায় আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জে জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ। আটককালে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রুপি উদ্ধার করা হয়।

এরআগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে দুই যুবকে আটক করে বিজিবি।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিজিবির হাতে আটককৃত দুজনের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে মহামান্য আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.