প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা যুবদলে বিয়ানীবাজারের স্থান পেলেন যারা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:২১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন। পূর্ণাঙ্গ কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি, মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

এদিকে সিলেট জেলা যুবদলে বিয়ানীবাজারের বেশ কয়েকজন স্থান পেয়েছেন। তাদের এই রাজনৈতিক মূল্যায়নে নিজ নিজ অনুসারীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

 

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট জেলা যুবদলে সহ-সভাপতি পদে হোসেন আহমদ দোলন, সহ-সাধারণ সম্পাদক পদে জুবের আহমদ, সাজ্জাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে রিপন আহমদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে সাকের মাহমুদ, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক পদে খায়রুল ইসলাম ও সদস্য হিসেবে এম এ ছামাদ তাপাদার বাবেল, জাবেদ আহমদ এবং কালাম আহমদকে স্থান দেয়া হয়েছে।

 

তারা পৃথক বার্তায় বলেন, দীর্ঘদিন আওয়ামীলীগের নির্যাতন-নীপিড়নে আমরা অতিষ্ট ছিলাম। মামলা হামলার ভয়ে রাতে বাড়ীতে ঘুমাতে পারিনি। এখন সুদিন এসেছে দল আমাদের মূল্যায়ন করেছে। তারা যুবদলের কেন্দ্রীয় ও জেলা পপর্যায়ের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.