প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সত্য কবির স্মৃতি -মো. আব্দুস শুকুর

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩, ০৫:০৬ অপরাহ্ণ
সত্য কবির স্মৃতি -মো. আব্দুস শুকুর

 

হে কবি,
এভাবে চলে যাবার কথা তো ছিল না!
তবুও সৃষ্টিকর্তার ডাকে পরপারে চলেই গেলেন।
জানি,
একদিন সকলেরই ডাক পড়বে।
তবে,
এত তাড়াতাড়ি চলে যাবেন চিন্তা করিনি।
করোনা পরিস্থিতি কাটিয়ে দেশে ফেরার পর
ডাক্তার এবং পরিবার থেকে কোথাও যাওয়া কড়া নিষেধ
তবুও,
পঞ্চখন্ডের সংস্কৃতি কর্মীদের পাশে এলেন আনন্দ-উদ্দীপনা নিয়ে।
অনুপ্রাণিত করলেন, জানান দিলেন ‘সত্য’ সবসময় ‘সত্য’ই।
‘সত্য’ অনুসন্ধান করা কবি আপনি!
হে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, মানবতাবাদী কবি
দেশ-জাতিকে দেওয়া আপনার সময়টুকু সত্যিই ‘সত্য’ ছিল।
শত ব্যস্ততার মাঝেও এতটা সময় দেবেন ভাবিনি।
হে মহান, আমরা আপনাকে পেয়েছি ঠিকই
কিন্তু
আরেকটি দিন থাকার যে ইচ্ছে নিয়ে ফিরে গেলেন
সেই শিশুসুলভ আকুতিটুকু আজো আমায় তাড়া করে।
আপনিইতো বলেছিলেন কবি!
‘এবার তৃপ্তি মেটেনি, আবারো বিয়ানীবাজারে আসব,
এখানকার শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গন আমায় মুগ্ধ করেছে।’
পাশাপাশি,
আপনার বক্তব্যে এই মফস্বল শহরের পরিবর্তনের
প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে আজীবন।
আপনার সহজ-সরল কথায় সত্যের সন্ধান প্রকাশ পায়
যেন মহাকালের কবিতার পঙ্ক্তি।
হে ভুবনমোহিনী কবি,
উলানিয়া ব্যতিত জীবনের শেষ ভ্রমণটি করে গেলেন বিয়ানীবাজারে
পঞ্চখন্ডের মাটি ধন্য আপনার পদলেহনে।
প্রিয় কবি আসাদ চৌধুরী
আপনার মতো আমরাও ‘সত্য’ অনুসন্ধান করি-
‘কোথায় পালালো সত্য’?

লেখক: ১ম নির্বাচিত মেয়র, বিয়ানীবাজার পৌরসভা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.