প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা সৌদির

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ওমরা পালনে অনেকে সৌদি আরবে শিশুদের নিয়ে যান। এক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। শিশুদের নিয়ে যাতে বিড়ম্বনায় পড়তে না হয় তাই তাদের অভিভাবকদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি নজর দিলে তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রতি অনুরাগ বাড়বে।

ওমরাহতে শিশুদের নিয়ে আসার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যখন ওমরাহ পালন করবেন তখন শিশুদের পাশেপাশে তাদের দেখে রাখতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে, হাতে বৈদ্যুতিক ব্রেসলেট পরিয়ে দিতে হবে, কাছাকাছি রাখতে হবে এবং কাবার কাছে যেন ভদ্রতা বজায় রাখে সেই শিক্ষা দিতে হবে।

হজের মৌসুম ব্যতিত বছরের যে কোনো সময় ওমরাহ করা যায়। আরবি বর্ষপঞ্জিকার জিলহজ মাসে হজ পালিত হয়ে থাকে। এ বছর হজ করেছেন প্রায় ১৮ লাখ মুসল্লি।

অপরদিকে গত বছর ওমরাহ পালন করেছিলেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি। আগামী বছর যেন দেড় কোটি মানুষ ওমরাহ করতে পারেন সেই পরিকল্পনা সাজাচ্ছে সৌদির সরকার।

গত কয়েক বছরে ওমরাহ পালনের ব্যবস্থা অনেকটাই সহজ করে দিয়েছে সৌদি। এখন যে কোনো ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েই ওমরাহ করা যায়।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.