প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষকদের সহযোগিতায় বই খুলে পরীক্ষা, বহিষ্কার ১১

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৪, ০১:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
এইচএসসি পরীক্ষায় শিক্ষকদের সহযোগিতায় বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। কচুয়ায় এমন অভিযোগে কেন্দ্র সচিবসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নগরকান্দায় অসদুপায় অবলম্বনে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যুগান্তর প্রতিনিধিরা জানান-চাঁদপুরের কচুয়ায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা বই খুলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দুই কেন্দ্র সচিবসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। রোববার কচুয়ার ইউএনও’র চিঠির আলোকে এই ব্যবস্থা নেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। একই অভিযোগে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ওই দুই কেন্দ্রের ট্যাগ অফিসার কেএম সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদীন ও প্রভাষক আরিফুর রহমান চৌধুরীকেও প্রত্যাহার করা হয়। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে মঙ্গলবার অসদুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো ভাঙ্গার মাধবপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ওবায়দুল মাতবর, নাহিদ হোসেন, তরিকুল ইসলাম, মুশফিকুর, সিমা আক্তার ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.