
বিজ্ঞপ্তি:
গতকাল ৮ সেপ্টেম্বর রবিবার রাত ৯.৩০ মিনিটের সময় বিয়ানীবাজার এর অভিজাত এক রেস্তোরাঁয় শাহনুর হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মাদরাসার সাবেক কৃতি ছাত্র, বিয়ানীবাজার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ শাহেদ হোসাইনের স্ব-পরিবারে প্রবাস গমণ উপলক্ষে এক বিদায়ী সভার আয়োজন করা হয়।
মাদরাসা সাবেক ছাত্র হাফিজ আমির আলির সভাপতিত্বে ও মাদরাসার সাবেক ছাত্র হাফিজ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিতব্য সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক ছাত্র বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা উবায়দুল্লাহ, শাহনুর হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ এখলাস উদ্দিন।
বক্তারা হাফিজ শাহেদ হোসাইনের প্রবাস জীবনের যাত্রা শুভ ও নিরাপদ হোক এই কামনা করে বলেন’হাফিজ শাহেদ শাহনুর হাফিজিয়া মাদরাসার সার্বিক কল্যাণে যে আন্তরিক ভুমিকা রেখেছেন সেটি অতুলনীয়,প্রবাসে গিয়ে ও তিনিসহ মাদ্রাসার সাবেক দেশি-বিদেশি ছাত্রদের নিয়ে মাদরাসার প্রতি তিনি তার আন্তরিকতা পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাসাড়িপাড়া হাজি ইদরিস আলি হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ বিলাল আহমদ,হাফিজ আব্দুশ শহিদ,খাসাড়িপাড়া ইদরিস আলি হাফিজিয়া মাদরাসার উস্তায হাফিজ আব্দুল আলিম, হাাফিজ শফি আহমদ, হাফিজ ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, শুভানুধ্যায়ী হোসেন আহমদ, প্রবাসী আরিফ আহমদ, চারখাই মুশাহিদিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আবিদ আহমদ প্রমুখ।
এ সময় সাবেক ছাত্রদের পক্ষ থেকে হাফিজ শাহেদ হুসাইনকে বিদায়ী স্মারক প্রদান করা হয়। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ এখলাস উদ্দিন।
সংবাদটি শেয়ার করুন।