প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লরি-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৪, ০১:১৩ অপরাহ্ণ

হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট-ঢাকা মহাসড়কে কিছুতেই থামছে না লাশের মিছিল। এবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালক যুবক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছে ২ জন।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ফজল মিয়া (২৫) আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে।

পুলিশ জানায়- সন্ধ্যায় আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে অটোরিকশাযোগে আউশকান্দি যাওয়ার পথিমধ্যে মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক ফজল মিয়া মারা যান।

এ ঘটনায় আহত হন দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম ও তার স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.