প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

র‌্যাবের জালে আটক বিপুল পরিমাণের মাদক সহ ২ ব্যবসায়ী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৫:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিল এবং রমজান হোসেন (১৯) ও মোঃ তাজ উদ্দিন (৬২) নামে দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সিলেট সদর কোমম্পানীর একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ফেনসিডিলসহ রমজান হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রমজান জৈন্তাপুর কেন্ডিজিঙ্গাবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।

পৃথক একটি অভিযানে কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. তাজ উদ্দিন (৬২) কে আটক করা হয়। আটক তাজ উদ্দিন কোম্পানীগঞ্জ বতুমারা এলাকার মৃত সুনাফর আলীর ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.