প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের মতবিনিময়

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯, ০২:৩৩ অপরাহ্ণ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের মতবিনিময়

সিলেট :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলে সাথে রবিবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আলাউদ্দিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ.জেড রওশন জেবিন রুবা, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. এস.এ.এম মজিবুল আলম, আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবীর, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক যুব পদকপ্রাপ্ত মো. নজরুল ইসলাম, ফরিদা আলম, বিউটি বর্মন, সোনালী স্বপ্ন’র বংলাদেশের সমন্বয়কারী শেখ তোফায়েল আহমদ সেফুল, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, যুগ্ম সম্পাদক লাকি বেগম, কুশিঘাট আলোকিত যুব সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমদ ইনু, নূরানী সমাজকল্যাণ সংস্থার সভাপতি ফাতেমা জান্নাত, নিলাবন্ন’র সত্ত্বাধিকারী নিলুফার ইয়াসমিন নিলা, সিলেট যুব উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, অগ্রযাত্রা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ওমর ইসলাম ফয়ছল, পুষ্প যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোদেজা ইসলাম দিনা প্রমুখ।

মতবিনিময় কালে যুব সংগঠনের পক্ষ থেকে যুব কার্যক্রমকে ত্বরানিত ও যুগপোযোগী করার লক্ষ্যে কতিপয় প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীর হাতে প্রদান করা হয়।

প্রস্তাবনাগুলো হচ্ছে- প্রতিটি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু, নিবন্ধনকৃত যুব সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স চালু করা, সকল ট্রেডে আবাসিক/অনাবাসিক প্রশিক্ষণ ভাতা প্রদান, ফ্রিল্যাসিং, ক্যাটারিং, ট্যুরিস্ট গাইড, ড্রাইভিং, হোটেল ম্যানেজমেন্ট, সিকিউরিটি গার্ড ও ফুড ভেবারেজ প্রশিক্ষণ চালু করা জন্য মন্ত্রীর নিকট জোর দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.