প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারের হ ত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বেলা ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে পিন্টু সুলতান নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পিন্টু সুলতান (৫১) রাজনগর উপজেলার রক্তা গ্রামের আশ্বব আলীর ছেলে। তিনি রাজনগরের কাশেমবাজারে মো. সিরাজুল ইসলাম ওরফে ছানা চেয়ারম্যান হত্যা মামলার মুল হোতা বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ৯ আগস্ট সকাল ১০টার দিকে পিন্টু সুলতানের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাজনগরের কাশেমবাজার এলাকায় সংখ্যালঘুদের দোকান লুটের উদ্দেশ্যে আক্রমন চালায়। এসময় মো. সিরাজুল ইসলাম ওরফে ছানা চেয়ারম্যান আক্রমণ প্রতিহত করতে গেলে পিন্টু সুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাজনগর থানায় হত্যা মামলা দায়ের হয়।

বুধবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল মোড়ে র‌্যাব-৯ সদর কোম্পানী ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামী পিন্টু সুলতানকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.