প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মুশফিকদের উড়িয়ে সৌম্যর কড়া জবাব

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯, ০৬:৫২ পূর্বাহ্ণ
মুশফিকদের উড়িয়ে সৌম্যর কড়া জবাব

ভারতের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। ত্রিদেশীয় সিরিযে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েন তিনি। অন্যদিকে বাজে পারফরম্যান্স করেও বাদ পড়েননি সৌম্য সরকার। এজন্য সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

এবার জাতীয় লিগের দ্বিতীয় ম্যাচে খুলনাকে বড় জয় এনে দিয়ে সেই সমালোচনার জবাব দিলেন এই বাহাতি ব্যাটসম্যান। সৌম্যর দুর্দান্ত হাফসেঞ্চুরিতে খুলনা সাত উইকেটের বড় ব্যবধানে হারায় মুশফিকদের রাজশাহীকে।। তিনি অপরাজিত ছিলেন ৫০ রানে।

রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে ২৬১ রান করে। জবাবে খেলতে নেমে সোহানের ৯৭ ও ইমরুলের ৯৩ রানে ৩০৯ রান করে খুলনা।

দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে রাজশাহী মাত্র ১৭০ রানে গুটিয়ে যায়। তখন খুলনার সামনে মাত্র ১২২ রানের টার্গেট দাঁড়ায়। সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে এই রান সহজেই পার হয়ে যায় খুলনা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.