প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০, ০৪:০৬ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’

স্টাফ রিপোর্টার:

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে সরকার। সব ক্ষেত্রেই ‘বীর’ ব্যবহার করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আগে এ বিষয়ে আদেশ জারি করে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.