প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দিল বিয়ানীবাজার বিএনপি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৬:০৪ অপরাহ্ণ

বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেট বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত হয় সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ। বিভাগীয় এ কর্মসূচিতে মিছিল সহকারে অংশগ্রহণ করে বিয়ানীবাজার উপজেলা বিএনপি।

মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের নেতৃত্বে বিশাল গাড়িবহর নিয়ে বিয়ানীবাজার থেকে সিলেট আসেন ৫ শতাধিক নেতাকর্মী। পরে সিলেট মহানগরের কুমারপাড়া থেকে মিছিল নিয়ে তারা সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে যান।

মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.