
বিপন্ন মানুষের কাছে মানবিক আবেদন নিয়ে আবারও পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য জনাব নজরুল হোসেন।
আজ আবারও জেলা পরিষদের সদস্য জনাব নজরুল হোসেনের উদ্যোগে করোনার যাতাকলে কর্মহীন কায়ক্লেশে জীবনচলা ৩৩০ টি পরিবারের জন্য নিয়ে আসা ঈদ-উপহার বন্টন চলছে।
৩৩০ প্যাকেটের মধ্যে যথাক্রমে পৌরমেয়র ১০০ প্যাকেট , উপজেলা চেয়ারম্যান ১৫০ ও উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ৪০ টি করে প্যাকেট বন্টন করছেন ।
উল্লেখ্য গত বুধ ও বৃহস্পতিবার তিনি কষ্টে থাকা মানুষদের জন্য জেলা পরিষদের মাধ্যমে ৪০০ টি পরিবারের পাশে দাড়িয়েছিলেন।
জনাব নজরুল তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈদুল ফেতরের পুর্বে তিনি আবারও বিপন্ন মানুষদের সহযোগিতার ব্যবস্থা করবেন । আজকের এই ঈদ উপহার বন্টনের মাধ্যমে তিনি তার প্রতিজ্ঞা পুরণ করলেন।
ধন্যবাদ জনাব নজরুল হোসেন সাহেবকে তার মানবিক দৃঢ়হৃদয়তা ও মুল্যবোধের জন্য । আগামী দিনগুলোতেও যেন তিনি আমাদের পাশে থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করছি ।
-মুক্তমনা লেখক, ফেসবুক থেকে
সংবাদটি শেয়ার করুন।