প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভারতীয় ক্রিকেটকে শাসন করতে চলেছেন যে ৪ মুখ

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯, ০৮:০২ পূর্বাহ্ণ
ভারতীয় ক্রিকেটকে শাসন করতে চলেছেন যে ৪ মুখ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের কার্যভার গ্রহণ করবেন তিনি। একই দিনে বিসিসিআইয়ের সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব নেবেন যথাক্রমে জয় শাহ, জয়েশ জর্জ ও অরুণ সিং ধুমল। তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো-

সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। ১৯৯২ সালে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২০০৯ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি)কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই করে নেন দাদা।

২০১৪ সালে সিএবির যুগ্ম সচিব হন সৌরভ। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালে সিএবি সভাপতি হন তিনি। ২০১৯ সালে একই পদে পুনর্নির্বাচিত হন মহারাজ।

জয় শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয়। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। শোনা যায়, কলেজজীবনে ভালো ব্যাটসম্যান ছিলেন এ ক্রিকেট ব্যক্তিত্ব।

ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এ অঙ্গনে আসা জয়ের। ২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) নির্বাহী সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে জিসিএর যুগ্ম সচিব হন তিনি। আহমেদাবাদে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে তার রয়েছে বড় অবদান।

জয়েশ জর্জ

কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সভাপতি জর্জ। ভারতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তার রয়েছে অতি সুসম্পর্ক। তিনিই তাকে বিসিসিআইয়ের যুগ্ম সচিব পদে প্রস্তাব করেন। সৌরভের মতো জর্জও ১০ মাস বিসিসিআইয়ের পদে থাকতে পারবেন।

অরুণ সিং ধুমল

ভারতের অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ। তিনি হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি। একই সঙ্গে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ পদে কাজ করবেন। তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি হিমাচলপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রেম সিং ধুমলের ছেলে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.