প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বড়লেখায় ছাত্র জমিয়তের বিক্ষোভ-মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ণ
বড়লেখায় ছাত্র জমিয়তের বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: ভোলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও তাওহিদী জনতার ওপর পুলিশের গুলিবর্ষণ ও চারজন হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখা।

সোমবার (২১ অক্টোবর) বাদ আসর বড়লেখা শহরের কেন্দ্রীয় মসজিদের সামন থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ক্বাফ মীম সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবিদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ রমিজ উদ্দীন ও সেক্রেটারি মাওলানা ইমামুদ্দীন, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাসান আহমদ, প্রচার সম্পাদক হাফিয ফাহিম আহমদ প্রমূখ।

এসময় উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মখলিসুর রহমান, জয়েন সেক্রেটারি মাওলানা সালেহ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা হাফিয ইব্রাহিম খলিল, বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক ছাত্রনেতা তায়েফ আল মাহদি, সহ-অর্থ সম্পাদক ছাব্বির আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, অফিস সম্পাদক হাফিয আব্দুল আজিজ ইমরান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন তায়্যিব, সমাজসেবা সম্পাদক ছাত্রনেতা আছাদুর রহমান, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক মারজান আহমদ, সদস্য হাফিজ আব্দুল হক্ব হাফিয ছাব্বির আহমদ, তালিমপুর ইউপি ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান শামীম, সভাপতি মাওলানা মারুফ আহমদ, অর্থ সম্পাদক নুর উদ্দীন, দক্ষিণভাগ ইউপি ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক, নিজবাহাদুরপুর ইউপি ছাত্র জমিয়তের সেক্রেটারি জিল্লুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউপি ছাত্র জমিয়তের সমাজ কল্যাণ সম্পাদক কিবরিয়া আহমদ, দাসেরবাজার ইউপি ছাত্র জমিয়তের দ্বায়িত্বশীল জুবায়ের হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.