
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপে ঘটনাস্থলেই খুন হয়েছেন আপন বড় ভাই। বুধবার দিবাগত রাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছোট ভাই ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। সে দলের সকল সভা-সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেয়। নিহত বড় ভাই কামরুল ইসলাম (২৪) এর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, নিহত এবং ঘাতকের পরিবারের সকল সদস্য জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। তাদের পিতা চান্দ আলী বহুআগে মারা গেছেন। নিহতরা চার ভাই।
সূত্র জানায়, অভাবের সংসারে বিদেশ যাওয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে দু’ভাই বাড়ি ফিরলে তাদের মধ্যে এসব নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই তানভির আহমদ (১৭) দা দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই নিহত হন বড় ভাই কামরুল। মৃত্যু নিশ্চিত জেনে পালিয়ে যায় তানভির। পরে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে আমরা অভিযান চালাচ্ছি।
সংবাদটি শেয়ার করুন।