
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থেকে মানব পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে সিআইডি। গত মঙ্গলবার রাতে পৌরশহরের খাসাড়িপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পারভেজ (৩৮) নামের ওই ব্যক্তি পৌরশহরের আজির শপিং কমপ্লেক্সে ব্যবসা করেন। মানব পাচারের অভিযোগে তাকে ঢাকার সিআইডি পুলিশ আটক করে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, মানবপাচারের অভিযোগে তাকে আটক করেছে সিআইডি পুলিশ।
এদিকে পারভেজ আটকের পর বিয়ানীবাজারের অন্য আদম পাচারকারীরা গা-ঢাকা দিয়েছে। উপজেলায় প্রায় দুই শতাধিক লোক আদম পাচারের সাথে জড়িত বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তাদেরও নজরদারীর মধ্যে রেখেছে আইনশৃংখলা বাহিনী।
সংবাদটি শেয়ার করুন।