
বিয়ানীবাজারে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ ওঠেছে। উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের হাজেরা ইয়াসমিন নিপা নামের জনৈক নারী এমন অভিযোগ এনে স্থানীয় ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন। তার নিজ নাম-ঠিকানা ব্যবহার করে অন্য আরেকজনের ছবি ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতা উত্তোলন করে নেয়া হচ্ছে বলে তার অভিযোগ। জানা যায়, উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়ায় দুলাল আহমদের স্ত্রী হাজেরা ইয়াসমিন নিপা ২০১৬-১৭ সালে মাতৃত্বকালীন ভাতার জন্য কাগজপত্র জমা দেন। কিন্তু একই ইউনিয়নের গাংপার এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী রোমানা বেগম তার ছবি ব্যবহার করে বরাদ্দকৃত ভাতা উত্তোলন করে নিচ্ছেন। বিষয়টি জানতে পেরে হাজেরা লাউতা ইউনিয়ন অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেছেন। এর আগে তিনি বিয়ানীবাজার থানায় পৃথক আরেকটি সাধারণ ডায়রী করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন।