
বিয়ানীবাজারে বিষপান করে জুবেল আহমেদ (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবকের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবক জুবেল আহমেদ উপজেলার চারখাই জালালনগর গ্রামের তয়াকুল আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, জুবেল আহমেদ রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কীটনাশক ঔষধ (বিষপান) করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা জুবেলকে সিলেটে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, জুবেল আহমেদ কি কারণে বিষপান করেছে সে বিষয়ে তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।
যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এএসআই মাহে আলম জানান, নিহত যুবকের পরিবারের সদস্যরা এখন থানায় অবস্থান করছেন। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।
সংবাদটি শেয়ার করুন।