
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের শীর্ষ দুই প্রশাসনিক পদ সামলাচ্ছেন দুই নারী। উপজেলায় প্রথমবারের মত দুই নারীর শীর্ষপদে আসীন নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কি আছে তাদের ভাগ্যে কিংবা প্রশাসনিক উপজেলা হিসেবে অতি গুরুত্বপূর্ণ এই উপজেলার সার্বিক কার্যক্রম তারা কিভাবে সামলাবেন, তা নিয়েও প্রশ্ন আছে। এরআগে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে এখানে দায়িত্ব পালন করেছেন আরেক নারী রুমা চক্রবর্তী।
প্রশাসনিক সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মৌসুমী মাহবুব আর সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্বে রয়েছেন খুশনুর রুবাইয়াত। তারা প্রায় কাছাকাছি সময়ে বিয়ানীবাজারে যোগদান করেন। অবশ্য সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এর আগে অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন আরেক নারী।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের অভ্যন্তরে দুই শীর্ষ জনপ্রতিনিধির ক্ষমতার ভারসাম্য নিয়ে মৃদুদ্বন্ধের কথা এমনিতেই সাধারণ মানুষের মুখে মুখে। এটি সত্য হয়ে থাকলে কঠিন পরিস্থিতি সামাল দিতে তাঁদের বেশ বেগ পেতে হবে বলে অনেকের ধারণা। বিয়ানীবাজার পৌরসভার প্যানেল চেয়ারম্যান রুসনা বেগম বলেন, নারী হিসেবে তাঁদের সফলতা কামনা করি। তবে দু’টি পদই সাধারণ মানুষের স্বার্থের সাথে জড়িত। এ প্রেক্ষাপটে কিভাবে পরিস্থিতি সামাল দেবেন, তা সময় হলে দেখা যাবে।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুকসানা বেগম লিমা বলেন, নারীদের কঠিন সিদ্ধান্ত নিতে অনেক ভাবতে হয়। বিয়ানীবাজারের প্রশাসনিক পদে দুই নারী কর্মকর্তা কেমন করবেন, তা এখনই বলা যাবেনা। তবে আপাতত তাঁদের কর্মঠ বলে মনে হচ্ছে। স্থানীয় সরকারি কলেজের প্রভাষক ও গবেষক ফাহমিদা খালেক নিতু অবশ্য বেশ সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরমতে, প্রশাসনে নারীদের আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই। সবাই দেশের জন্য সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এটাই বড় বিষয়। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফরোজা জাহান সোনালী বলেন, শুধু প্রশাসনে কেন, দেশ চালাচ্ছেন নারীরা। তাঁরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। রাজনীতি থেকে শুরু করে সংসার সামলানো পর্যন্ত সবকিছু এখন নারীদের সামলাতে হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর বলেন, উপজেলায় ৩টি প্রশাসনিক পদ গুরুত্বপূর্ণ। এরমধ্যে দু’টি জায়গায় নারীদের অধিষ্টিত করা হয়েছে। আমার তাঁদের সাথে কাজ করতে কোন অসুবিধা হয়না।
বিভিন্ন সূত্র জানায়, প্রশাসনিক কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বেশ গতি থাকলেও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ধীরগতির অভিযোগ আছে। এখানে নামজারী নিয়ে অনেকেই হয়রানি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ করেছেন। এদিকে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর মৌসুমী মাহবুব স্থানীয় প্রশাসনিক কাজে সাংবাদিকসহ সকল মহলের সহযোগীতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন।