
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের দু’টি পিয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খুশনুর রুবাইয়াত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পিয়াজ ক্রয়ের রশিদ প্রদর্শন করতে ব্যর্থ এবং মূল্যে গড়মিল থাকার কারণে মেসার্স আলফাজ ট্রেডার্সকে ৫ হাজার এবং মীম ট্রেডার্সকে আরো ১০হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খুশনুর রুবাইয়াত জানান, অবৈধ মজুদদার ও মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবেনা। এ অভিযান নিয়মিত চলবে বলে তিনি হুশিয়ারী দেন।
সংবাদটি শেয়ার করুন।