
বিয়ানীবাজার সড়কের চারখাই ইউনিয়নের কামারগ্রাম সামনে বিয়ানীবাজারে দুটি সিএনজির অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ঘটনাস্থলে নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন ৩জন।
শনিবার দুপুর ১২টায় চারখাই ইউনিয়নের কামারগ্রামের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা চারখাই ইউনিয়নের কামারগ্রামের আসার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শিশু ২জন নিহত হয়। আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতলে প্রেরণ করেন।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের সঠিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর বিয়ানীবাজার থানার একদল পুলিশ দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।
সংবাদটি শেয়ার করুন।