প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ের মেহেদির রং শুকানোর আগেই প্রাণপ্রদীপ নিভলো আহমেদের

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৪, ০৬:১৫ অপরাহ্ণ
বিয়ের মেহেদির রং শুকানোর আগেই প্রাণপ্রদীপ নিভলো আহমেদের

স্টাফ রিপোর্টার:
বিয়ের মেহেদির রং শুকানোর আগেই প্রাণপ্রদীপ নিভে গেল মো. আহমেদ হোসেন (২৫) নামের এক যুবকের। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজারের মামরখানি গ্রামের বাসিন্দা।

বুধবার দিবাগত ভোর রাতে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিচিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই যুবকের। তিনি সিলেট শহরের উপশহরের ই-ব্লকের ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, ছয়দিন আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হোসেন। বিয়ের দুই-তিন দিন পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে জ্বর ও ডায়রিয়া নিয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

এদিকে আজ বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে জানাযার নামাজ পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.