প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৪ ডাকাত গ্রেফতার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৬:২২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, রবিবার রাতে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে জাহেদ আহমদ ওরফে জিহাদ (৩৫) এবং হারুনুর রশীদ (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। জিহাদ জকিগঞ্জ উপজেলার গেচুয়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে। আর হারুনুর রশীদ গোয়াইনঘাট উপজেলার নগর ডেংরী গ্রামের মুহিবুর রহমানের ছেলে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ডাকাতির মামলা (নং-১৬, তারিখ-২৯/০৯/২০২৪ইং) রয়েছে। একইদিন ডাকাতির প্রস্তুতিকালে জাহেদ আহমদ (২৩) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। সে চারখাই ইউনিয়নের বিলুয়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। এদিকে বিয়ানীবাজারের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে মনসুর আলমকে একটি ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি ডাকাতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সিলেটের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেলের তদারকিতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বিয়ানীবাজার থানা পুলিশ এখন বেশ সক্রিয়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.