প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার মাসিক বৈঠক শাখা সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী র সঞ্চালনায় বুধবার বিকাল ৪ঘটিকায় স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নের রিপোর্ট গ্রহণ করা হয় এবং আগামীর কাজের দায়িত্ব বন্টন করা হয়। সভায় ভারতে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্বেষমূলক কটুক্তির কঠোর প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

একইসাথে আগামী রবিবার বাদ আসর বিয়ানীবাজার পৌর শহরে ভারতে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্বেষমূলক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবুল কাসিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আব্দুল হামিদ খান ,মাওলানা আব্দুস শাকুর মেম্বার ,অর্থ সম্পাদক মুহি উদ্দিন মাসুম,পাঠাগার সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল হাসান,প্রচার সম্পাদক মাওলানা শাহেদ আহমদ, মাওলানা আব্দুস সাত্তার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, দপ্তর সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সদস্য মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.