স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অন্যায়-অযৌক্তিক কারণে অবরোধ করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে বন্দর এলাকার ভিতরে প্রবেশ করে তারা বিক্ষোভ করেন। এ সময় প্রায় ঘন্টাব্যাপী পণ্য আমদানী-রফতানি বন্ধ ছিল।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ভারতীয় কয়লা বোঝাই প্রতিটি ট্রাকে অতিরিক্ত ৩ টন পণ্য আমদানী করা হয়। এই অতিরিক্ত পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করান অসাধু কয়লা ব্যবসায়ীরা। এতে কাস্টমসের কিছু অসৎ কর্মচারীও জড়িত। অতিরিক্ত পণ্যের সরকার নির্ধারিত শুল্ক ভাগ-বাটায়োরা করে নেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব বঞ্চিত হতো সরকার। কিন্তু সম্প্রতি নতুন সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান যোগদানের পর তিনি পুরনো দূর্নীতি বন্ধ করার উদ্যোগ নেন। তিনি অতিরিক্ত পন্যের শুল্ক না দিলে পণ্য খালাস বন্ধ করার ঘোষনা দেন। এ নিয়ে শেওলা স্থলবন্দরের ব্যবসায়ীরা বুধবার শ্রমিকদের লেলিয়ে দিয়ে বন্দর এলাকায় অবরোধ-বিক্ষোভ করান। ব্যবসায়ী-শ্রমিকদের অবরোধ চলাকালে বন্দরের সহকারি কমিশনার অবরুদ্ধ হয়ে পড়েন।
শেওলা স্থলবন্দরের সহকারি কাস্টমস কমিশনার মো: সোহানুর রহমান জানান, শুল্ক ফাঁকি দিতে না পেরে ব্যবসায়ীরা শ্রমিকদের লেলিয়ে দিয়েছেন। সরকারের রাজস্ব কাউকে ফাঁকি দিতে দেয়া হবেনা বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
<p style="text-align: center;">সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক</p> <p style="text-align: center;">সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম</p> <p style="text-align: center;">প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।</p> <p><hr></p> <p style="text-align: center;"><span class="x193iq5w xeuugli x13faqbe x1vvkbs x1xmvt09 x1lliihq x1s928wv xhkezso x1gmr53x x1cpjm7i x1fgarty x1943h6x xtoi2st xw06pyt x1603h9y x1u7k74 x1xlr1w8 xzsf02u x1yc453h" dir="auto"><span class="x1lliihq x6ikm8r x10wlt62 x1n2onr6 x1120s5i">বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ</span></span> উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । <br>মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com</p>
Copyright © 2025 Agami Projonmo. All rights reserved.