প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএনপির প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে আ’লীগের মেয়র তুহিন

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯, ০৩:১৭ অপরাহ্ণ
বিএনপির প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে আ’লীগের মেয়র তুহিন

ভোলার লালমোহন পৌরসভার নবনির্বাচিত মেয়র এমদাদুল ইসলাম তুহিন বিজয়ের পর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল আজিজ শাহিনের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে সৌহার্দপূর্ণ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করলেন।

এ সময় বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন সবাইকে নিয়ে লালমোহন পৌরসভার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপি প্রার্থী সোহেল আজিজ শাহিনও তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

উল্লেখ্য, মামলাজনিত কারণে দীর্ঘ ৯ বছর পর সোমবার লালমোহন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমদাদুল ইসলাম তুহিন ১১ হাজার ৩৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সোহেল আজিজ শাহিন পান ২ হাজার ৩০৪ ভোট।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.