প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বড়লেখায় নিরীহ পরিবারের উপর হামলা, আটক ২

admin
প্রকাশিত জুন ৯, ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ণ
বড়লেখায় নিরীহ পরিবারের উপর হামলা, আটক ২

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জের ধরে এক নিরীহ পরিবারের উপর হামলা করে ৩ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে আটক করেছে পুলিশ। গত ৮ জুন বড়লেখার গ্রামতলায় এ ঘটনা ঘটেছে।

হামলার ঘটনায় আটক নুরুল ইসলাম (৭০) গ্রামতলার মৃত মাহমদ আলীর ছেলে ও রহিম উদ্দিন (৩৫) মৃত মাহমদ আলীর ছেলে।

হামলায় আহতরা হলেন- গ্রামতলার জয়গুন নেছা (৫৭), ফুরকান হোসেন (৩৯) ও আরমান আলী (২১)। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম ও জয়গুন নেছাদের ঘর পাশাপাশি। জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৮ জুন সকালে ফুরকান হোসেন তাদের ঘরের চিনের চালার বৃষ্টির পানি আটকানোর জন্য পাইপ লাগাতে গেলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ফুরকানের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা অস্ত্র-সস্ত্র নিয়ে জয়গুন নেছা ও ফুরকানদের উপর হামলা চালায়। এসময় জয়গুন নেছা, ফুরকান হোসেন ও আরমান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় পরে মামলা দায়ের করা হয়। মামলায় সরফ উদ্দিন, রহিম উদ্দিন, রফিক উদ্দিন, নোমান উদ্দিন, নুরুল ইসলাম, বছন উদ্দিন, জাকির উদ্দিন, এপলু আহমেদ ও ছালেহা বেগমকে আসামি করা হয়। আসামি রয়েছেন অজ্ঞাত আরও কয়েকজন।

ঘটনার পর অভিযান চালিয়ে আসামি নুরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.