প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাণের এই বাংলা -মো. আব্দুস শুকুর

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ণ
প্রাণের এই বাংলা -মো. আব্দুস শুকুর

 

শহীদের রক্ত দিয়ে কেনা এই বাংলা
এই বাংলা শেখ মুজিবের বাংলা,
৩০ লক্ষ শহীদের রক্তের দান এই বাংলা।

২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এ বাংলা
মুক্তিযোদ্ধার সাহসী চেতনার এই বাংলা
লাখো কোটি মুক্তিকামী মানুষের প্রাণের এই বাংলা।

শত সহস্র শিক্ষক বুদ্ধিজীবীর আত্মত্যাগের এই বাংলা
জাগ্রত জনতার চিন্তা-চেতনার এই বাংলা,
বিশ্ব মানবতার চির উদাহরণ এই বাংলা।

ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের এই বাংলা
দুর্বার গতিতে এগিয়ে যাবার সোপান এই বাংলা,
বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার এই বাংলা।

দমাতে পারবে না কেউ আপন শক্তিতে বলীয়ান এই বাংলা,
বজ্রকণ্ঠে ভাষণে তারুণ্যের শ্লোগানের জয় বাংলা,
বীরদর্পে এগিয়ে যাবে শেখ মুজিবের এই বাংলা।

লেখক: সাহিত্য-সংস্কৃতি সংগঠক ও সাবেক মেয়র, বিয়ানীবাজার পৌরসভা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.