প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রথম ছবির মুক্তি নিয়ে যা বললেন রানী মুখার্জি

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ণ
প্রথম ছবির মুক্তি নিয়ে যা বললেন রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় তারকা রানী মুখার্জির প্রথম ছবি মুক্তির দিনই জীবনে ঘটেছিল বড় অঘটন। সেই স্মৃতি নিজেই শেয়ার করেছেন তিনি।

১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির হাত ধরে রানীর বলি অভিষেক ঘটতে চলেছে। ছবি যেদিন মুক্তি পাবে ওই দিনই বাবা রাম মুখোপাধ্যায়ের তড়িঘড়ি বাইপাস সার্জারি করাতে হয়।

একদিকে প্রথম ছবি মুক্তি অন্যদিকে বাবার অসুস্থতা। সেই সময় রানীর জীবনে ঝড় যে বেশ ভালোভাবেই বয়ে গিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানী বলেন,

বেশ কিছু দিন ধরেই বাবা ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। আমার প্রথম ছবি মুক্তির সময়ে অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে, বাধ্য হয়েই ওই দিনই তার অস্ত্রোপচার করতে হয়। তবে ছবি মুক্তির পর বাবা অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন।

রানী আরও জানান, অস্ত্রোপচারের দু’তিন পর বাবার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পরই তার প্রথম কথা, সিনেমা কেমন চলছে, দর্শকদের কেমন লেগেছে?

রাম মুখোপাধ্যায়ের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি না গিয়ে হুইলচেয়ারে করে মেয়ের প্রথম ছবি দেখতে চলে গিয়েছিলেন সিনেমা হলে ।

দর্শকদের প্রতিক্রিয়া দেখে চোখের জল ধরে রাখতে পারেননি রাম। শিশুর মতো কেঁদে ফেলেছিলেন। বাবার সেই প্রতিক্রিয়ার কথা কোনও দিনও ভুলতে পারব না। বললেন রানী।

‘রাজা কি আয়েগি বারাত’ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। রানীর অভিনয়ও প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.