ফেণীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে গোটা দেশ। দেশি ও বিদেশি গণমাধ্যমে আসামিদের ফাঁসির খরব গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা রকমের প্রতিক্রিয়া।
এ নিয়ে তারকারাও বসে নেই। নুসরাত জাহান রাফির হত্যার ঘটনায় অন্যদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেহের আফরোজ শাওন। যুগান্তরের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু দেয়া হল-
‘দ্রুততম সময়ে নুসরাত হত্যা মামলার রায়। মামলার আসামি ১৬ জনের প্রত্যেকেরই মৃত্যুদণ্ড।’ পরম স্বস্তির একটি খবর। বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে অবনত শ্রদ্ধা।
“রায় ঘোষণার পরপর আসামিরা অস্বাভাবিক ছিল। এদের মধ্যে কেউ কেউ হইচই করেন- কেউ চিৎকার করে কেঁদে ওঠেন!” এই অমানুষগুলো কি এখনও বুঝতে পেরেছে তাদের অপরাধের মাত্রা? তারা কি অনুতপ্ত?? আমার মনে হয় না। উচ্চ আদালতে খালাস পেলে এরা আবারও একই ধরনের অন্যায় করবে। রায় কার্যকরও দ্রুততম সময়ে হোক এই আশাবাদ।