প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন বউ রেখে পালিয়ে গেলেন বর!

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ম্যাজিস্ট্রেট আসার খবরে নতুন বউ রেখে পালিয়ে গেছেন বর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আড়াইটার দিকে উপজেলার কুল্যাগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী বড় ঘিঘাটি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আকাশ আলীর। তিনদিন আগে বিয়ে হলেও বরপক্ষ বুধবার আনুষ্ঠানিকভাবে বউ তুলে নিতে আসেন।

বাল্যবিবাহ করায় কনের বাড়িতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ খবরে নতুন বউ রেখে পালিয়ে যান বরসহ আমন্ত্রিত অতিথিরা।

কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া জানান, বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে কনের বাবাকে ৫ হাজার টাকা ও ছেলের চাচা আফসার আলীকে ৫ হাজার জরিমানা করা হয়। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত কনে শ্বশুর বাড়িতে যাবে না-এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.