প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন ক্যাম্পাসে বড়লেখার সুড়িকান্দি জামেয়া মাদ্রাসা

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪, ০৭:১৮ অপরাহ্ণ

বড়লেখা প্রতিনিধি:

 

দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু করেছে মৌলভীবাজারের বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসা।

রোববার (২৫ আগস্ট) মাদরাসার নিজস্ব ভূমিতে জাতীয় পতাকা উত্তোলন ও পিটির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

জানা যায়, ২০০৬ সালে অস্থায়ী ভূমিতে সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার পাঠদান কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩ শতাধিক শিক্ষার্থী ও সুপারসহ ১৫ জন শিক্ষক রয়েছেন।

রোববার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান বলাই ও মাদ্রাসার সুপার মুস্তাক আহমদ এবং শিক্ষকবৃন্দের উপস্থিতিতে নতুন ক্যাম্পাসে যাত্রা শুরু হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হলো সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা। প্রতিবছর সমাপনী, জেডিসি, দাখিল ও সরকারি-বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করছে। নতুন এই ক্যাম্পাসে দ্রুত ভবন নির্মাণের পরিকল্পনা আছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.