প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দুদকে দুই বছরে ৩১ লাখ অভিযোগ: হবিগঞ্জে দুদক সচিব

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯, ১২:৫৭ অপরাহ্ণ

হবিগঞ্জ প্রতিনিধি :: গত দুই্ বছরে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)-্এর কল সেন্টার ও ওয়েবসাইটে ৩১ লাখ অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. দিলোয়ার বখত।

শনিবার দুপুরে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের নব নির্মত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এক কথা জানান।

তিনি বলেন, দুদক এখন অনেক বেশী স্বক্রিয়। কাউকে ছাড় দেওয়া হচ্চে না। দুদকের সকল বিভাগ ও জেলা অফিস স্বক্রিয়ভাবে কাজ করায় এখন সবাই সাবধান হচ্ছেন। শিক্ষার্থীদের মাঝে একটি ধারনা জন্মেছে ঘুষ ছাড়া চাকুরী হয় না। দুদক এ ব্যাপারে স্কুলে স্কুলে সচেতনতা বাড়ানোর কর্মসুচি গ্রহণ করেছে বলেও জানান তিনি।

হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশন দুদকের নিজস্ব ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশ লী আমান উল­াহ সরকার, দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান ও ডা. জমির আলী।

প্রসঙ্গত, গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিস সংলগ্ন সরকারী ভূমিকে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এই ভনটি নির্মাণ করে। ৬ তলা ফাউন্ডেশনের এই ভবনের ২ তলা পর্যন্ত নির্মাণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.