
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান করে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী শাহাদৎকে আটক করেছে। সে গোয়াইনঘাট উপজেলার লংপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
জানা যায়, ২০ অক্টোবর দিবাগত রাত অনুমান সাড়ে ৮টায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী গোপন সংবাদের ভিত্তিত্বে পিএসআই মোঃ শাহীনুর রহমান এর নেতৃত্বে এক দল ফোর্স নিয়ে সিলেটের শাহপরান(রাঃ) থানার আরামবাগ (বালুচর) ফরহাদ রেষ্টুরেন্ট এলাকা থেকে মোঃ শাহাদৎ হোসেন (৪৫)কে গ্রেফতার করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানায় ৮টি সাজাসহ মোট ১৩ টি মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, সে সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল, তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল।
সংবাদটি শেয়ার করুন।