
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক সন্ত্রাস ,জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে র্যালী শেষে আলোচনা সভায় কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার অফিসার এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজনের পরিচালনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক। বক্তব্য রাখেন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল।
সংবাদটি শেয়ার করুন।