প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুড়ীতে নিজ বাড়ীর পাশ থেকে বদরী যাদবের লাশ উদ্ধার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ণ
জুড়ীতে নিজ বাড়ীর পাশ থেকে বদরী যাদবের লাশ উদ্ধার

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে নিজ বাড়ীর পাশের একটি জমি থেকে শনিবার সকালে বদরী যাদব (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বদরী যাদব উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের নিজ লাইন এলাকার বাসিন্দা পলটু যাদবের পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বদরী যাদব শুক্রবার রাত ৮টায় বাড়ীতে বাজার খরচ দিয়ে বের হয়ে আর ফিরে যাননি। শনিবার সকাল ৮টায় বাড়ীর পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, লাশের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.